ডোকরার প্রবর্তক প্রয়াত নিতাই কর্মকারের স্মৃতিতে একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা

17th January 2021 5:20 pm বাঁকুড়া
ডোকরার প্রবর্তক প্রয়াত নিতাই কর্মকারের স্মৃতিতে একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : করোণা অতিমারি দুই হাজার কুড়ি সালে কেড়ে নিয়েছে প্রচুর তরতাজা প্রাণ । তার সাথে হয়েছে অনেক নক্ষত্র পতন । একইভাবে বাঁকুড়া বাসি হারিয়েছে বাঁকুড়া ডোকরা প্রবর্তক নিতাই কর্মকার কে । রাষ্ট্রপতি পূরস্কার প্রাপ্ত এই নিতাই কর্মকার এর স্মৃতি কে আঁকড়ে ধরে রাখতে পাত্রসায়ের স্পোর্টিং ইউনিয়ন এক দিবসীয়ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে। করোণা অতিমারির আতঙ্ককে কাটিয়ে এদিন এই প্রতিযোগীতায় চারটি দল অংশগ্রহণ করে । ২০১১- ১২ বর্ষে নিতাই কর্মকার ডোকরা শিল্পের জন্য রাষ্ট্রপতি হওয়ার উপায় আর তারপর থেকেই একের পর এক সাফল্য হঠাৎই যেন ছন্দপতন ক্যান্সারে আক্রান্ত হয়ে করোনায় চিকিৎসার অভাবে হারাতে হয়েছে নিতাই কর্মকার কে।

নিতাই কর্মকারের স্মৃতিতে এই ফুটবল প্রতিযোগীতার আয়োজনে খুশি তার পরিবারের সকলে। সারাক্ষণ মাঠে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী থেকে ভাইঝি সকলেই। 

ফুটবল প্রতিযোগীতার পাশাপাশি এদিন কোতুলপুর বুলেট ইলেভেন ক্লাবের জাতীয় এবং ন্যাশনাল পুরস্কার প্রাপ্ত ছাত্র ছাত্রীদের যোগা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।